পি কে হালদারের ফ্ল্যাট ও জমি ক্রোকের নির্দেশ

, আইন-আদালত

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 08:09:25

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) দু’টি ফ্ল্যাট ও জমি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে ওই মামলা করে দুদক।

দুটি ফ্ল্যাটের একটি রাজধানীর ধানমন্ডির ১৯ নম্বর সড়কের ১২ নম্বর বাড়িতে এবং অন্যটি পুরাতন ৬ নম্বর সড়কের ১৭ নম্বর প্লটে। এছাড়া জমিটা রূপগঞ্জে অবস্থিত।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ এই আদেশ দেন।

এদিন আদালতে পি কে হালদারের জমি ও ফ্ল্যাট ক্রোকের আবেদন করেন দুদকের আইনজীবী। শুনানি শেষে আদালত দুদকের আবেদনটি মঞ্জুর করেন এবং ক্রোকের জন্য আদেশ দেন।

গত বছর দুদক অবৈধ ক্যাসিনো মালিকদের সম্পদের তদন্ত শুরু করলে পি কে হালদারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উঠে আসে। চলতি বছরের ৮ জানুয়ারি দুদক প্রায় ২৭৪ কোটি ৯১ লাখ টাকার সম্পত্তি অবৈধ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে।

প্রসঙ্গত, ইন্টারন্যাশনাল লিজিং থেকেই দেড় হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে পি কে হালদারের বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন খাতে সব মিলিয়ে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠে। পি কে হালদার বর্তমানে কানাডায় আছেন।

এ সম্পর্কিত আরও খবর