গোপালগঞ্জে আ.লীগ নেতা হত্যা: ১৬ আসামির যাবজ্জীবন

, আইন-আদালত

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, খুলনা | 2023-08-26 16:17:22

গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান ওরফে টিটু শরীফ হত্যা মামলার রায়ে হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ১৬জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (৩১ জানুয়ারি) দুপুরে জনাকীর্ণ আদালতে খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. নজরুল ইসলাম হাওলাদার এ রায় ঘোষণা করেন।

রায়ে প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরও ১৫ জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, নড়াইলের নড়াগাতি থানার চরসিঙ্গাতীর সেন্টু চৌধুরী, পলাশ চৌধুরী, আব্দুল্লাহ চৌধুরী, বক্কার চৌধুরী ওরফে আকুববর, সোহেল চৌধুরী (পলাতক), তুহিন মোল্লা, সবুজ মোল্লা (পলাতক), মাসুদ মোল্লা, রফিকুল মোল্লা, নতুন চৌধুরী ওরফে রমজান ও জিহাদ চৌধুরী, বাগেরহাটের মোল্লাহাটের সিঙ্গাতীর শহিদুল শেখ, মশিউর চৌধুরী ওরফে চৌধুরী মশিউর রহমান, অলিউল্লাহ ওরফে বাবু চৌধুরী ও তরিকুল সরদার।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৮ সালের ১ জুলাই বেলা সাড়ে ১২টার দিকে নড়াইল জেলার নড়াগাতি থানার চরসিঙ্গাতী গ্রামের রাস্তার ওপর দিয়ে মোটরসাইকেলযোগে যাওয়ার সময় আসামিরা পরস্পর যোগসাজশে টিটু শরীফকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ছোট ভাই আশিকুজ্জামান বাদী হয়ে ঘটনার দিনই হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা নিমাই চন্দ্র মণ্ডল ৩১ জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার চলাকালে আদালত বাদী পক্ষের ৩১ জন ও আসামি পক্ষের ৪ জনের সাক্ষ্যগ্রহণ করেন।

রাষ্ট্রপক্ষে মো. শেখ আসাদুজ্জামান এবং আসামি পক্ষে আব্দুল মালেক, তৌহিদুর রহমান তুষার, এমএম মুজিবুর রহমান, মোমরেজুল ইসলাম মামলাটি পরিচালনা করেন।

এ সম্পর্কিত আরও খবর