স্কুলছাত্রী ধর্ষণ, ১৩ বছর পর আসামির যাবজ্জীবন কারাদণ্ড

, আইন-আদালত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নোয়াখালী | 2023-08-28 13:52:17

নোয়াখালীর চাটখিল থানায় স্কুলছাত্রীকে (১৬) ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলার পলাতক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাস কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা জজ) জয়নাল আবদীন এ রায় দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত আসামির নাম মো. শহীদ (৩০)।  তিনি ঘটনার পর থেকে পালাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ২ মার্চ দশম শ্রেণির স্কুলছাত্রী (১৬) ধর্ষণের শিকার হন। চাটখিল উপজেলার রামনারায়ণপুর গ্রামের মো. শহীদ তাকে ডাক্তার দেখানোর কথা বলে কৌশলে তাঁর বাড়িতে নিয়ে যায় এবং জোরপূর্বক বিয়ে করার চেষ্টা করেন। তাতে ছাত্রী রাজি না হওয়ায় রাতে ছাত্রীকে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করেন শহীদ। ঘটনাটি স্থানীভাবে একাধিকবার মিমাংসার চেষ্টা করা হয়। পরে বিচার না পেয়ে ছাত্রী নিজেই বাদী হয়ে প্রায় তিন মাস পর ২৪ জুন চাটখিল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

সূত্র জানায়, একই বছরের ২০ আগস্ট চাটখিল থানার উপপরিদর্শক (এসআই) ফারুক মৃধা অভিযুক্ত শহীদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯ (১) ধারায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর দীর্ঘ ১৩ বছরের বেশি সময় ধরে আদালতে মামলাটির সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক চলে। সব শেষে মঙ্গলবার রায় ঘোষণা করেন বিচারক। রায়ে মামলার পলাতক আসামি মো. শহীদকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আর তিন মাস কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী সরকারি কৌঁসুলি মামুনুর রশীদ লাভলু বিষয়টি নিশ্চিত করেন।

এ সম্পর্কিত আরও খবর