আদালতে স্বশরীরে হাজিরা থেকে খালেদা জিয়াকে অব্যাহতি

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 14:22:04

নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বশরীরে আদালতে হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২ মার্চ) কেরানীগঞ্জের কারা ভবনে নির্মিত ২ নম্বর ভবনে স্থাপিত অস্থায়ী ঢাকার ৯ নম্বর বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের আদালত খালেদা জিয়াকে স্বশরীরে আদালতে হাজিরা থেকে অব্যাহতি দেন।

খালেদা জিয়ার পক্ষের আইনজীবী মাসুদ আহম্মেদ তালুকদারের দেয়া ফৌজদারি কার্যবিধির ২০৫ ধারার আবেদনের প্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।

এখন থেকে খালেদা জিয়ার পক্ষে অ্যাডভোকেট মাসুদ আহম্মেদ তালুকদার কিংবা অ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ হাজিরা দিবেন।

এ দিন মাসুদ আহম্মেদ তালুকদার খালেদাকে মামলা থেকেও অব্যাহতি চেয়ে শুনানি করেন। তবে তা শেষ না হওয়ায় আদালত আগামি ১৮ মার্চ পরবর্তী তারিখ ধার্য করেছেন।

এ সম্পর্কিত আরও খবর