নথি গায়েবের অভিযোগে বেঞ্চ সহকারীসহ ২ জন রিমান্ডে

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-28 01:34:42

বিচারাধীন মামলার নথি হারানোর অভিযোগে ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. সামছুদ্দিনসহ (পেশকার) দুইজনকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২ মার্চ) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ এ রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই আবু সাঈদ চৌধুরী আসামিদের আদালতে হাজির করে ৫ দিন রিমান্ডের আবেদন করেছিলেন।

এ সময় আসামির জামিনের আবেদন নাকচ করে দেন আদালত।

অপর আসামি হলেন- দ্রুত বিচার ট্রাইব্যুনালের পেশকারের সহযোগী সেলিম উদ্দিন।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৯ সালের ৩১ অক্টোবর এ ট্রাইব্যুনালের বিচারক বিচারাধীন বিশেষ ধারার মামলাগুলো মহানগর দায়রা জজ আদালতে প্রেরণের নির্দেশ দেন।

ট্রাইব্যুনালের জারিকারক মো. কবির হোসেন, মো. শামসুদ্দিন এর মৌখিক নির্দেশক্রমে মোতাবেক বিচারাধীন সকল বিশেষ মামলা ট্রাইব্যুনালের এজলাসে তার নিকট উপস্থাপন করেন। কিন্তু লিস্টে সংশ্লিষ্ট ধারার মামলা ২৫/২০১৩ উপস্থাপিত হয় নাই।

পরবর্তীতে সংশ্লিষ্ট আদালতের নথিসমূহ বুঝিয়ে দেওয়ার সময় উক্ত বিশেষ দায়রা মামলা ২৫/ ২০১৩ নথিটি তালিকায় পাওয়া যায়নি। তারপর থেকে নথিটি আদালতে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

বিষয়টি ট্রাইব্যুনালের বিচারক জানার পর দ্রুত বিচার ট্রাইব্যুনালে কর্মরত মো. শামসুদ্দিন ও তার সহযোগী সেলিমকে গত ১১ ফেব্রুয়ারি নথিটি খুঁজে বাহির করার নির্দেশ দেন। ১৬ ফেব্রুয়ারি নথির বিষয়ে কারণ দশানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। কিন্তু অভিযুক্তকারীরা সঠিক কোন কারণ ও নথি খুঁজে বাহির করতে পারেননি।

এ সম্পর্কিত আরও খবর