রংপুরে গণপরিবহনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

, আইন-আদালত

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম,রংপুর | 2023-08-29 17:02:56

রংপুরে গণপরিবহনে সামাজিক দূরত্ব নিশ্চিত করণ ও অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার(৪ মার্চ) বিকালে রংপুর নগরীতে প্রশাসনের পক্ষে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা। এ সময় র‍্যাব-১৩ এর সদস্যরা অভিযানে সহায়তা করেন।

বিকালে নগরীর মর্ডান মোড়,মেডিকেল মোড়সহ একাধিক স্থানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। 

এসময় সামাজিক দূরত্ব না মানাসহ অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে কয়েকজনকে অর্থদণ্ড করা হয়।

জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন,করোনা প্রতিরোধে বিভিন্ন স্থানে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। মাস্ক ব্যবহার না করা,সামাজিক দূরুত্ব মেনে না চলাসহ গণপরিবহনে সরকারের নির্দেশ না মানায় জেল-জরিমানা অব্যাহত রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর