জাটকা বিক্রির দায়ে ২ ব্যবসায়ীর কারাদণ্ড

, আইন-আদালত

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ | 2023-08-25 16:36:17

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে সাত দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক

মঙ্গলবার ( এপ্রিল) সকালে মানিকগঞ্জের তরা মৎস্য আড়ৎ ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইকবাল হোসেন এই দন্ডাদেশ দেন

দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন, জেলার হরিরামপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের রহিদাস হালদারের ছেলে রঞ্জিত হালদার (৫৮) এবং সদর উপজেলার তরা গ্রামের সন্তোষ রাজবংশীর ছেলে সুশান্ত রাজবংশী (৪১)

বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, সরকারি নির্দেশ অমান্য করে জটকা ইলিশ বিক্রি করার দায়ে দুই মৎস্য ব্যবসায়ীকে সাত দিন করে কারাদণ্ড দেওয়া হয়। জাটকা সংরক্ষণে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি

এ সম্পর্কিত আরও খবর