ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডবের ঘটনায় আরো ১০ জন গ্রেফতার

, আইন-আদালত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ,বার্তা২৪.কম, ব্রাহ্মণাবড়িয়া | 2023-08-24 01:46:02

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় বিভিন্ন এলাকা থেকে আরো ১০ হেফাজত নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ এপ্রিল) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে জেলা পুলিশ। তবে গ্রেফতারকৃতদের নাম পরিচয় জানাননি পুলিশ।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার আশুগঞ্জ,সরাইল ও সদর মডেল থানার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এনিয়ে ব্রাহ্মণবাড়িয়ার তিনটি থানায় দায়ের হওয়া ৫৫ মামলায় মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়াল ৩৪৬ জনে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় তাণ্ডবের সময় ধারণ করা ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র দেখে গ্রেফতারকৃতদের শনাক্ত করা হচ্ছে। তারা সবাই হেফাজতে ইসলামের কর্মী-সমর্থক। দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানানো হয়।

উল্লেখ্য, গত ২৬ থেকে ২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকরা। তাণ্ডবের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় চারটি ও সরাইল থানায় দুইটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় এজহারনামীয় আসামি ৪১৪ জন এবং অজ্ঞাতনামা আরো ৩৫ হাজারেরও বেশি লোকজনকে আসামি করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর