হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির আহমদ আবদুল কাদেরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (২৫ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম শুনানি শেষে এ আদেশ দেন।
২০১৩ সালের পল্টন থানার নাশকতা মামলায় তদন্ত কর্মকর্তা তাজুল ইসলাম (পুলিশ পরিদর্শক) ১০ দিনের রিমান্ডের আবেদন করে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন। এসময় আসামি পক্ষের আইনজীবী সানাউল্লাহ রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক আহমদ আবদুল কাদেরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে শনিবার (২৪ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টায় তাকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।