আরমানিটোলার আগুন: দুই আসামির ৩ দিনের রিমান্ড

, আইন-আদালত

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-20 18:13:20

পুরান ঢাকার আরমানিটোলায় অগ্নিকাণ্ডের ঘটনায় বংশাল থানায় দায়ের করা মামলায় দুইজনের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৭ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমান শুনানি শেষে এ আদেশ দেন।

রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলায় অগ্নিকাণ্ডের ঘটনায় বংশাল থানায় দায়ের করা মামলায় মুসা ম্যানশনের কেমিক্যাল দোকান মালিক মোস্তাফিজুর রহমানসহ দুইজনের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার অপর আসামি হলেন মোস্তফা।

থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা হেলাল উদ্দিন বলেন, বংশাল থানার মামলায় তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মীর রেজাউল ইসলাম মামলার সুষ্ঠু তদন্তের জন্য আসামিদের ১০ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে হাজির করেন। এ সময় আসামি পক্ষের আইনজীবী তৌফিকুল ইসলাম রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক রিমান্ডের এ আদেশ দেন।

গত ২৩ এপ্রিল রাতে অবহেলাজনিত মৃত্যু এবং অবৈধভাবে রাসায়নিক দ্রব্য রাখার দায়ে ভবন মালিক ও গোডাউন মালিকসহ ৮ জনের নাম উল্লেখ করে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এছাড়াও মামলায় আরও অজ্ঞাতনামা ১০-১৫ জনকে আসামি করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর