ময়মনসিংহের গফরগাঁওয়ের দীঘা গ্রামের ভাটিপাড়া এলাকায় নিজ বাড়ির গোয়ালঘর থেকে রশিদ (৬৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩০ এপ্রিল) রাতে তার লাশ উদ্ধার করে পুলিশ।
জানা যায়, ইফতারের সময় বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন তার (রশিদ) সন্ধান করলে বাড়ির গোয়ালঘরে ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ দেখতে পায়। পারিবারিক কলহের জের ধরে রশিদ আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে । শুক্রবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ১১টায় পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
গফরগাঁ থানার ওসি অনুকুল সরকার বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ও শুক্রবার (৩০ এপ্রিল) গফরগাঁ উপজেলায় দুই কিশোরসহ ৪ জন আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার পাগলা থানার ডুবাইল গ্রামের শফিকুল ইসলামের ছেলে অনীক (১৬), চৌকা গ্রামের আনাস মিয়ার ছেলে রুবেল (১৬), গফরগাঁও পৌরশহরের ৪ নং ওয়ার্ডের কড়ইতলা এলাকার মফিদুল ইসলামের ছেলে আরিফ (২২) বিষপানে আত্মহত্যা করেছেন।