জামালপুরে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা, আটক ৪

, আইন-আদালত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, জামালপুর | 2023-09-01 10:02:47

জামালপুরের মেলান্দহে বাবুল মিয়া (৪০) নামে এক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

নিহত বাবুল মিয়া নয়ানগর ইউনিয়নের সাধুপুর গ্রামের মুনছর আলীর ছেলে ও ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৩ এপ্রিল) দুপুরে বাবুল মিয়ার সাথে ধান ক্ষেতে পানি দেওয়াকে কেন্দ্র করে তার জেঠা জয়নাল শেখের কথা কাটাকাটি হয়। পরে জয়নালের লোকজন পিটিয়ে গুরুত্বর আহত করে বাবুল মিয়াকে। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে সন্ধ্যার পর ঢাকায় নেওয়ার পথে মারা যান বাবুল মিয়া।

মেলান্দহ উপজেলা যুবলীগের সভাপতি শাহীন বাঘা জানান, নয়ানগর ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন বাবুল মিয়া। তিনি এ হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম মঙ্গলবার (৪ মে) দুপুরে বার্তা২৪.কমকে জানান, এঘটনায় রাতেই নিহত বাবুল মিয়ার চাচাত ভাই বাদশা মিয়া ও বাদশার শশুর শরাফত আলী, সফুরা খাতুর ও শেফালী খাতুনকে আটক করা হয়েছে। হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ সম্পর্কিত আরও খবর