জামিন শুনানি শেষ, আদেশ পরে জানানো হবে

, আইন-আদালত

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-27 00:10:04

সরকারি নথি চুরির অভিযোগে দায়ের করা মামলায় কারাগারে থাকা দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের জামিন শুনানি শেষ হয়েছে। তবে রায় পরে জানানো হবে জানিয়েছেন বিজ্ঞ আদালত।

রায় শুনানি শেষে বৃহস্পতিবার (২০ মে) দুপুর ২টায় একথা জানিয়ে সাংবাদিক রোজিনার আইনজীবী এহসানুল হক সামাজী বলেন, জামিন আবেদনের শুনানি শেষ হয়েছে। তবে তথ্য উপাত্ত বিশ্লেষণ করে যে কোন সময় আদেশ দেওয়া হবে। সেটা আজও হতে পারে কিংবা সময় নিয়ে কয়েক দিন পরেও হতে পারে।

জামিন হওয়ার সম্ভাবনা আছে কি না জানতে চাইলে এহসানুল হক বলেন, আমরা আশাবাদী,বাকিটা বিজ্ঞ আদালতের বিবেচনার ওপর নির্ভর করছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার বেলা ১২টা ৫০ মিনিটে ভার্চুয়ালি ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লার ভার্চুয়াল আদালতে জামিন শুনানি শুরু হয়।

উল্লেখ্য, সোমবার (১৭ মে) বিকেলে রোজিনা ইসলাম পেশাগত দায়িত্ব পালনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। স্বাস্থ্য সচিবের একান্ত সচিবের কক্ষে ফাইল থেকে নথি সরানোর অভিযোগে তাকে প্রায় ছয় ঘণ্টা আটকে রেখে হেনস্তা করা হয়। এবং তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। নিজের ওপর নির্যাতনেরও অভিযোগ তোলেন রোজিনা। একপর্যায়ে সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে শাহবাগ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

রাতে রোজিনা ইসলামের বিরুদ্ধে শাহবাগ থানায় চুরি ও অফিসিয়াল সিক্রেটস আইনে মামলা করা হয়। সকালে রোজিনাকে আদালতে তুলে পাঁচদিনের রিমান্ড চায় পুলিশ। অন্যদিকে জামিন চান তার আইনজীবী। আদালত জামিন ও রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ সম্পর্কিত আরও খবর