সিরিয়াফেরত আইটি বিশেষজ্ঞ জঙ্গি ৩ দিনের রিমান্ডে

, আইন-আদালত

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2023-08-25 05:37:38

সিরিয়া ফেরত নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের আইটি বিশেষজ্ঞ সাখাওয়াত আলীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (১২ জুন) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোসেন মোহাম্মদ রেজা শুনানি শেষে এই আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ। পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগ সাখাওয়াত আলীকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুক্রবার (১১ জুন) চট্টগ্রাম নগরীর দক্ষিণ খুলশী এলাকা থেকে আইটি বিশেষজ্ঞ জঙ্গি সাখাওয়াত আলীকে গ্রেফতার করা হয়েছে। সাখাওয়াত আলী লালু নগরীর দামপাড়া এম এম আলী সড়কের বাসিন্দা শেখ মো. শমসের আলীর ছেলে।

পুলিশ বলছে, সাখাওয়াত আলী নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের তথ্যপ্রযুক্তিবিষয়ক (আইটি) বিশেষজ্ঞ। চার বছর আগে যুদ্ধ করার জন্য বাংলাদেশ থেকে সিরিয়ায় যান সাখাওয়াত। গত মার্চ মাসে তিনি দেশে ফিরে আসেন।

এ সম্পর্কিত আরও খবর