বুয়েট উদ্ভাবিত ‘অক্সিজেট’ প্রধানমন্ত্রীর নজরে আনার পরামর্শ

, আইন-আদালত

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-22 09:24:05

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের অক্সিজেনের চাহিদা পূরণে বুয়েট উদ্ভাবিত ‘অক্সিজেট’ নামক সি-প্যাপ ভেন্টিলেটর ডিভাইস অনুমোদনে গুরুত্বারোপ করেছেন হাইকোর্ট। তাই ডিভাইসটি অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর নজরে নিতেও স্বাস্থ্য সচিব, আইনজীবীসহ সংশ্নিষ্টদের পরামর্শ দেওয়া হয়েছে। 

বিচারপতি এম. ইনায়েতুর রহিমের হাইকোর্ট বেঞ্চ সোমবার (০৫ জুলাই) এ পরামর্শ দেন সংশ্লিষ্ট আইনজীবীকে।

আদালত বলেন, এমন একটা ভালো জিনিস আবিষ্কার হলো। এটা নিয়ে পাবলিক ক্যাম্পেইন দরকার। প্রধানমন্ত্রী ইনোভেটিভ মাইন্ডের। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনার জন্য তার মুখ্য সচিবকে লিখিতভাবে জানান। স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদফতর ও অ্যাটর্নি জেনারেলকেও লিখিতভাবে জানাবেন। আদালত বলেন, আদালতের আদেশ ছাড়াই সমাধান করা ভালো।

এর আগে, ‘অক্সিজেট’ যন্ত্রটি বাণিজ্যিকভাবে উৎপাদন করতে ঔষধ প্রশাসন অধিদফতরের অনুমতি মিলছে না বলে বিষয়টি হাইকোর্টের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার অনিক আর হক।

বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চকে এই আইনজীবী বলেন, বুয়েটের উদ্ভাবিত ‘অক্সিজেট’ যন্ত্রটি এরই মধ্যে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের (বিএমআরসি) অনুমোদন নিয়ে ক্লিনিক্যাল ট্রায়ালের দুটি ধাপ সফলভাবে সম্পন্ন করেছে। ডিভাইসটি দিয়ে হাসপাতালের সাধারণ বেডেই ৬০ লিটার পর্যন্ত হাই-ফ্লো অক্সিজেন দেওয়া সম্ভব। আর একটি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলার জন্য খরচ যেখানে ২ থেকে ৫ লাখ টাকা, সেখানে বুয়েটের আবিষ্কৃত এই যন্ত্রটির উৎপাদন খরচ পড়বে মাত্র ২০-২৫ হাজার টাকা। কিন্তু ঔষধ প্রশাসন অধিদফতর ​(ডিজিডিএ) ‘অক্সিজেট’ যন্ত্রটির বাণিজ্যিক উৎপাদনের অনুমতি দিচ্ছে না। এক্ষেত্রে তারা বলেছেন বাণিজ্যিক উৎপাদনে যেতে পারে কোম্পানি, যাদের ফ্যাক্টরি থাকে। বুয়েট তো কোম্পানি নয়।

ব্যারিস্টার অনিক আর হক আদালতকে বলেন, ‘মাই লর্ড, হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলার সংকটে করোনায় আক্রান্তদের প্রাণহানি বাড়ছে। তাই এই সংকটে বুয়েটের ‘অক্সিজেট’ যন্ত্রটি উৎপাদনের অনুমতি পেলে সারাদেশে রোগীদের অক্সিজেনের চাহিদা পূরণ হত। আর এক্ষেত্রে সময়সাপেক্ষ ও ব্যয়বহুল হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা বিদেশ থেকে কিনতে হতো না।

এসময় আদালত বলেন, আমাদের তো আবার বিদেশ থেকে কেনাকাটায় আগ্রহ বেশি। সে যাই হোক, এখানে প্রশ্ন হচ্ছে বুয়েট কি যন্ত্রটি বাণিজ্যিক উৎপাদন করতে পারবে? আর উৎপাদন ও কেনাকাটা ক্ষেত্রে কিছু নীতিমালার বিষয় তো রয়েছে।

একপর্যায়ে হাইকোর্ট ব্যারিস্টার অনিক আর হককে বুয়েটের উদ্ভাবিত ‘অক্সিজেট’ যন্ত্রটির উৎপাদন সংক্রান্ত বিষয় লিখিতভাবে অ্যাটর্নি জেনারেল ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বরাবর পাঠাতে বলেন। এসময় আদালত বলেন, আমাদের প্রধানমন্ত্রী ইনোভেটিভ মাইন্ডের। ওনার কাছে ভাল জিনিসের খবর গেলে তা তিনি বিবেচনা করবেন আশাকরি।

এ সম্পর্কিত আরও খবর