রূপগঞ্জে অগ্নিকাণ্ড: আবুল হাসেম ও তার দুই ছেলের জামিন

, আইন-আদালত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নারায়ণগঞ্জ | 2023-08-29 01:51:41

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় আগুনে অর্ধশতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় করা মামলায় গ্রেফতারকৃত কারখানার মালিক সজীব গ্রুপের চেয়ারম্যান আবুল হাসেম ও তার দুই ছেলের জামিন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৯ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালত তাদের জামিন মঞ্জুর করেন। এ নিয়ে এ মামলায় গ্রেফতার মোট ৫ জন জামিন পেলেন।

জামিন পাওয়া আবুল হাসেমের দুই ছেলে হলেন-হাসীব বিন হাসেম ওরফে সজীব ও তারেক ইব্রাহীম।

এর আগে, গত ১৪ জুলাই নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন পান আবুল হাসেমের অপর দুই ছেলে তাওসীব ইব্রাহীম ও তানজীম ইব্রাহীম।

এ তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান। তিনি বলেন, আসামি পক্ষের আইনজীবী আদালতে হাসেম ফুড কারখানায় অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় কারাবন্দি মালিক আবুল হাসেম, তার দুই ছেলেসহ ছয় জনের জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত আবুল হাসেম ও তার দুই ছেলের জামিন মঞ্জুর করেন এবং অপর তিন জনকে কারাগারে পাঠান।

গত ৮ জুলাই বিকেলে রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাসেম ফুড কারখানার ছয়তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রাণ হারান কারখানার ৫২ জন শ্রমিক।

ঘটনার পরদিন রাতে এই ঘটনায় রূপগঞ্জের ভুলতা ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক নাজিম উদ্দিন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। রূপগঞ্জ থানা দায়ের করা ওই মামলায় আসামি করা হয় সজীব গ্রুপের চেয়ারম্যান আবুল হাসেম, তার চার ছেলে ও তিন কর্মকর্তাকে।

গ্রেফতারকৃতদের গত ১০ জুলাই ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হলে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে গত ১৪ জুলাই আসামিদের আদালতে পাঠানো হলে প্রতিষ্ঠানের মালিক আবুল হাসেমের ছোট দুই ছেলে তাওসিফ ইব্রাহিম ও তানজিম ইব্রাহিমের জামিন মঞ্জুর করেন।

এখনও কারাগারে রয়েছেন, প্রতিষ্ঠানের ডেপুটি জেনারেল ম্যানেজার মামুনুর রশীদ, প্রশাসনিক কর্মকর্তা (অ্যাডমিন) মো. সালাউদ্দিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহেনশা আজাদ জুম্মনকে।

এ সম্পর্কিত আরও খবর