সিলেট-৩ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ স্থগিত

, আইন-আদালত

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 22:36:00

করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত চলমান কঠোর বিধিনিষেধের মধ্যে আগামী ২৮ জুলাই নির্ধারিত সিলেট-৩ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ ৫ আগস্ট পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট।

সোমবার (২৬ জুলাই) বিচারপতি ইনায়েতুর রহিমের ভার্চুয়াল বেঞ্চ এই স্থগিতাদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

এর আগে সিলেট-৩ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ স্থগিত চেয়ে স্থানীয় সাত বাসিন্দা এবং ছয়জন আইনজীবীর পক্ষে হাইকোর্টে রিটটি দায়ের করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

রিটে বলা হয়, এই নির্বাচনে ভোটগ্রহণের জন্য সাংবিধানিক বাধ্যবাধকতার যে ৯০ দিন সময়সীমা সেটি শেষ হবে ৭ আগস্ট। সুতরাং করোনা সংক্রমণের এই ভয়াবহ পরিস্থিতিতে ২৮ জুলাই সিলেট-৩ আসনের উপনির্বাচন স্থগিত চান তারা।

আদালত উভয়পক্ষের বক্তব্য শুনে করোনা সংক্রমণের ভয়াবহতা বিবেচনায় নিয়ে সিলেটে ভোটগ্রহণ স্থগিত করেন আগামী ৫ আগস্ট পর্যন্ত। ওই আসনের নির্বাচনী কর্মকর্তাও করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

এ সম্পর্কিত আরও খবর