‘আমি প্রধানমন্ত্রীর সঙ্গে ২৫ দেশ ভ্রমণ করেছি’- আদালতে হেলেনা জাহাঙ্গীর

, আইন-আদালত

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 03:57:02

আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটির সদস্যপদ বহিষ্কার হওয়া হেলেনা জাহাঙ্গীরকে আদালতে হাজির করা হলে মামলার শুনানিতে ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী তার কাছে জানতে চান, ‘আপনার কিছু বলার আছে? তখন হেলেনা জাহাঙ্গীর বলেন, আমি সরকারের লোক। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে ২৫টি দেশ ভ্রমণ করেছি’।

শুক্রবার (৩০ জুলাই) সন্ধ্যায় গুলশান থানায় দায়ের করা তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আদালতে তোলা হলে তিনি এসব কথা বলেন।

হেলেনা জাহাঙ্গীর আরও বলেন, আমি আওয়ামী লীগের লোক। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে ২৫টি দেশ ভ্রমণ করেছি। আমি কোনো অপরাধ করিনি। তার প্রমাণ নেই। আমি বহিষ্কার হইনি। আমি এখনও দলের সঙ্গে আছি।

বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত ১২টার দিকে গুলশানের ৩৬ নম্বর রোডের ৫ নম্বর বাসায় দীর্ঘ প্রায় চার ঘণ্টা অভিযান শেষে হেলেনা জাহাঙ্গীরকে আটক করে র‌্যাব।

আটকের সময় তার বাসা থেকে বিদেশি মদ, অবৈধ ওয়াকিটকি সেট, চাকু, বৈদেশিক মুদ্রা, ক্যাসিনো সরঞ্জাম ও হরিণের চামড়া উদ্ধার করা হয়।

এ সম্পর্কিত আরও খবর