সুপ্রিম কোর্টের সেপ্টেম্বরের অবকাশকালীন ছুটি বাতিল

, আইন-আদালত

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 16:01:17

করোনাভাইরাসজনিত কারণে উদ্ভূত পরিস্থিতিতে মামলার জট কমিয়ে আনার লক্ষ্যে সুপ্রিম কোর্টের সেপ্টেম্বর মাসের অবকাশকালীন ছুটি বাতিল করা হয়েছে।

শনিবার (২৮ আগস্ট) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, শনিবার ভিডিও কনফারেন্সে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে ফুলকোর্ট সভা হয়। এসময় বিচারপতিগণ ২০২১ সালের বর্ষপঞ্জির সেপ্টেম্বর মাসের পূর্বনির্ধারিত অবকাশ ছুটি ভোগ না করে বিচারকাজ চালাবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও বলা হয়েছে, এমন পরিস্থিতিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ২০২১ সালের বর্ষপঞ্জির সেপ্টেম্বর মাসের অবকাশ ছুটি বাতিল করা হলো। তবে অক্টোবরের অবকাশ বহাল থাকবে।

সুপ্রিম কোর্টের ২০২১ সালের পূর্বনির্ধারিত বর্ষপঞ্জিতে ১২ সেপ্টেম্বর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত টানা অবকাশকালীন ছুটি নির্ধারিত ছিল। তবে দেশে করোনা সংক্রমণের প্রেক্ষাপটে দীর্ঘদিন উচ্চ আদালতের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকায় ২০২১ সালের সকল অবকাশকালীন/ঐচ্ছিক ছুটি বাতিল ও পরবর্তী বছরগুলোতে ছুটি কমিয়ে আনার অনুরোধ জানিয়ে সম্প্রতি প্রধান বিচারপতি বরাবর পত্র পাঠায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

তারই ধারাবাহিকতায় সেপ্টেম্বর মাসের পূর্বনির্ধারিত অবকাশকালীন ছুটি বাতিলের সিদ্ধান্ত এলো।

এ সম্পর্কিত আরও খবর