পরীমণিকে বারবার রিমান্ডে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে আবেদন

, আইন-আদালত

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 03:07:59

উচ্চ আদালতের রায় না মেনে রাজধানীর বনানী থানায় দায়ের হওয়া মাদক মামলায় ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণিকে বারবার রিমান্ডে নেওয়া বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আবেদন করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

রোববার (২৯ আগস্ট) আইন ও সালিস কেন্দ্রের পক্ষে অ্যাডভোকেট সৈয়দা নাসরিন এ আবেদন করেন। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী নিজে।

গত ২৬ আগস্ট বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ কারাবন্দি চিত্রনায়িকা পরীমণির জামিন আবেদনের ওপর নিম্ন আদালতে শুনানি ২১ দিন পরে ১৩ সেপ্টেম্বর নির্ধারণ করে মহানগর দায়রা জজ আদালতের দেওয়া আদেশ কেন বাতিল ঘোষণা করা হবে না— তা জানতে চেয়ে রুল দেন।

বিবাদীদের আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়। সেদিন আদালত শুনানির তারিখ নির্ধারণ করেছেন।

গত ৪ আগস্ট পরীমণিকে গ্রেফতার করে র‌্যাব। তার বিরুদ্ধে র‌্যাব-১-এর কর্মকর্তা মো. মজিবর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বনানী থানায় মামলা দায়ের করেন। মামলার নথিতে উল্লেখ করা হয়, পরীমণির বাসা থেকে ক্রিস্টাল মেথ, এলএসডি ও বিদেশি মদ জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, পরীমণি চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজের কাছ থেকে মাদক সংগ্রহ করতেন।

এ সম্পর্কিত আরও খবর