ইভ্যালির রাসেল ও তার স্ত্রী শামীমার বিরুদ্ধে আদালতে মামলা

, আইন-আদালত

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 21:53:00

প্রতারণার মাধ্যমে গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় গ্রেফতার ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল এবং তার স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২২ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে মো. মুজাহিদুর রহমান নামে এক ব্যক্তি মামলাটির আবেদন করেন। পরে আদালত মামলাটি গ্রহণ করে ধানমন্ডি থানাকে এফআইআর হিসেবে গ্রহণ করার আদেশ দেন।

গত ১৬ সেপ্টেম্বর রাসেল ও শামীমার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানায় একটি মামলা হয়। আরিফ বাকের নামে ইভ্যালির এক গ্রাহক মামলাটি দায়ের করেন। মামলা হওয়ার পর রাসেল ও তার স্ত্রীকে গ্রেফতার করে র‌্যাব।

এরপর তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে গুলশান থানা পুলিশ। পরে ধানমন্ডি থানায় দায়ের হওয়া আরেক মামলায় গতকাল তাদের একদিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। ওইদিনই (মঙ্গলবার) চেক জালিয়াতির অভিযোগে যশোরে আরেকটি মামলা হয় রাসেলের বিরুদ্ধে।

 

এ সম্পর্কিত আরও খবর