মডেল পিয়াসা ও মৌয়ের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

, আইন-আদালত

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 00:45:06

মাদক মামলায় গ্রেফতার কথিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও তার সহযোগী মরিয়ম আক্তার মৌয়ের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার (২৭ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। ওই দিনই অভিযোগপত্র আদালতের কাছে উপস্থাপন করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, কথিত মডেল পিয়াসার বিরুদ্ধে তিনটি পৃথক মাদক মামলায় অভিযোগপত্র জমা দিয়েছে সিআইডি।

এদিকে উচ্চ আদালত থেকে জামিন পাওয়া মরিয়ম আক্তারের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্রে বলা হয়েছে, মাদক ব্যবসায় মরিয়মের জড়িত থাকার প্রমাণ মিলেছে।

গত ১ আগস্ট রাতে বারিধারা ও মোহাম্মদপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ কথিত মডেল পিয়াসা ও মৌকে গ্রেফতার করে ডিবি। এরপর তাদের বাসায় হাউজ পার্টির নামে অনৈতিক কর্মকাণ্ড ও মাদকের মাধ্যমে প্রতারণার অভিযোগ আলোচনায় উঠে আসে।

৯ আগস্ট ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, গ্রেফতার মডেল ও অভিনেত্রীদের সঙ্গে সম্পর্ক রয়েছে এমন কথা বলে একটি চক্র চাঁদাবাজিতে নেমেছে। চাঁদা না দিলে গণমাধ্যমে তার নাম প্রকাশ করার হুমকি দেওয়া হয়েছে।

 

এ সম্পর্কিত আরও খবর