ইভ্যালির ‘প্রতারণা’ তদন্তে ৪ সদস্যের বোর্ড গঠনের নির্দেশ হাইকোর্টের

, আইন-আদালত

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-28 11:44:46

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির বিরুদ্ধে ওঠা গ্রাহকের সঙ্গে প্রতারণার অভিযোগ ও পরিচালনার নিয়ম পর্যালোচনা করতে চার সদস্যের বোর্ড গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একজন অবসরপ্রাপ্ত বিচারপতি, একজন সচিব, একজন চার্টার্ড অ্যাকাউটেন্টস ও একজন আইনজীবী দিয়ে ইভ্যালির জন্য বোর্ড গঠন করতে বলেছেন আদালত। একইসঙ্গে সংশ্লিষ্ট দপ্তরকে এমন তিনজনের নাম উল্লেখ করে প্রস্তাব আদালতে পাঠানোর জন্য বলেছেন। এ বিষয়ে আদেশ দেওয়ার জন্য আগামীকাল বুধবার দিন ধার্য করেছেন আদালত।

ইভ্যালির বিষয়ে হাইকোর্টে দাখিল করা জয়েন্ট স্টক কোম্পানিজের যাবতীয় নথি নিয়ে শুনানিতে মঙ্গলবার (১২ অক্টোবর) হাইকোর্টের বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক বেঞ্চ এ আদেশ দেন। রিট আবেদনকারী আইনজীবী ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসেন এ তথ্য জানিয়েছেন।

গত ৩০ সেপ্টেম্বর ইভ্যালির সব ধরনের নথি তলব করেছিলেন আদালত। ১২ অক্টোবরের মধ্যে এসব নথি আদালতে দাখিল করতে রেজিস্ট্রার জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসকে নির্দেশ দেওয়া হয়েছিল।

এ সম্পর্কিত আরও খবর