রেইনট্রি ধর্ষণ মামলার রায় ২৭ অক্টোবর

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-28 11:57:04

রাজধানীর বনানীতে রেইনট্রি হোটেলে দুই শিক্ষার্থী ধর্ষণ মামলার রায় পিছিয়ে আগামী ২৭ অক্টোবর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (১২ অক্টোবর) মামলাটির রায় ঘোষণার দিন ধার্য থাকলেও বিচারক বেগম মোছা. কামরুন্নাহার অসুস্থ থাকায় ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর ভারপ্রাপ্ত বিচারক আল মামুন রায় ঘোষণার তারিখ পিছিয়ে আগামী ২৭ অক্টোবর ধার্য করেছেন।

মামলার আসামিরা হলেন, আপন জুয়েলার্সের কর্ণধার দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ, সাফাত আহমেদের বন্ধু সাদমান সাকিফ, নাঈম আশরাফ ওরফে এইচ এম হালিম, সাফাতের দেহরক্ষী রহমত আলী ও গাড়িচালক বিল্লাল হোসেন।

চার্জশিটভুক্ত ৪৭ জন সাক্ষীর মধ্যে ২২ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত। গত ২২ আগস্ট মামলাটিতে সাক্ষ্য গ্রহণ শেষ হয়। ২০১৭ সালের ৭ জুন আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের (ভিকটিম সাপোর্ট সেন্টার) পরিদর্শক ইসমত আরা এমি।

এ সম্পর্কিত আরও খবর