পীরগঞ্জের ঘটনায় নতুন করে ১৩ আসামি তিন দিনের রিমান্ডে

, আইন-আদালত

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-09 01:16:05

রংপুরের পীরগঞ্জে সহিংসতার ঘটনায় নতুন করে ১৩ আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৫ অক্টোবর) দুপুরে পীরগঞ্জ আমলি আদালতের বিচারক ফজলে এলাহী খান এ আদেশ দেন।

পীরগঞ্জ আমলি আদালতের সাধারণ নিবন্ধক শহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ আসামিদের সাত দিনের রিমান্ড আবেদন করেছিল।

মামলার তদন্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের মামলায় নতুন করে ১৩ জনের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করেছিলাম। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তিনি বলেন, এর আগে যারা রিমান্ডে ছিলেন, তারা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। সে তথ্য অনুযায়ী আমরা কাজ করছি। ঘটনার একদিন পর এই ১৩ আসামিকে বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছিল। তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে। এ কারণে রিমান্ড আবেদন করা হয়েছে।

এর আগে ৩৭ আসামিকে তিন দিনের রিমান্ডে পেয়েছিল পুলিশ।

পীরগঞ্জের ঘটনায় তিনটি ডিজিটাল নিরাপত্তা আইনে ও একটি ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের মামলা হয়েছে। এ পর্যন্ত ৬৬ আসামি গ্রেফতার করা হয়েছে।

১৭ অক্টোবর রাত ৯টার দিকে ফেসবুকে এক কিশোরের পোস্টকে কেন্দ্র করে পীরগঞ্জের মাঝিপল্লীর বেশ কয়েকটি বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ছাড়া হামলাকারীরা লুট করে নিয়ে যায় গবাদিপশু ও নগদ টাকা। এ সময় কয়েকজন আহত হন।

খবর পেয়ে প্রথমে পুলিশ ও পরে র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় ফাঁকা গুলি ও কাঁদানি গ্যাস ব্যবহার করে পুলিশ।

এ সম্পর্কিত আরও খবর