স্ত্রীকে পুড়িয়ে মারার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড, দেবরের যাবজ্জীবন

, আইন-আদালত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ফরিদপুর | 2023-08-27 08:03:04

ফরিদপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে মো. সাহাবুদ্দিন খানকে মৃত্যুদণ্ড ও অপর আসামি সুমন খানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া আসামিদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুর ১২টায় আলোচিত এ মামলার রায় প্রদান করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক প্রদীপ কুমার রায়।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম উজ্জ্বল রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, আজকের এই রায়ে আমরা সঠিক বিচার পাইনি। ন্যায় বিচার পেতে আমরা উচ্চ আদালতে আপিল করব।

মামলার বিবরণী ও এজাহার সূত্রে জানা যায়, ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার কবীর মোল্যার মেয়ে মনিরা খানমের সাথে প্রতিবেশী মো. সাহাবুদ্দিনের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরবর্তীতে আসামি সাহাবুদ্দিন মেয়ের বাবাকে বিয়ের প্রস্তাব দিলে তিনি তা প্রত্যাখ্যান করেন এবং মেয়েকে তার মামার বাড়ি বাগেরহাট পাঠিয়ে দেয়।

এতে আসামি সাহাবুদ্দিন ক্ষিপ্ত হয়ে মনিরা খানমকে বিয়ের প্রলোভন দেখিয়ে বাগেরহাট থেকে নিয়ে আসেন। পরে সাদা কাগজে সই নিয়ে একটি ভুয়া কাবিননামা তৈরির মাধ্যমে মনিরাকে বিয়ে করে। বিয়ের এক মাস পরে মনিরা খানম কাবিননামা দেখতে চাইলে আসামি সাহাবুদ্দিন ক্ষিপ্ত হয়ে উঠে।

পরবর্তীতে হত্যার উদ্দেশ্যে মনিরা খানমকে তাদের বাড়ি থেকে ডেকে নিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয় সাহাবুদ্দিন। এসময় মুনিরা খানমকে গায়ে আগুন থাকা অবস্থায় লাঠি দিয়ে পিটিয়ে বাড়ি থেকে বের করে দেয় আসামির স্বজনেরা। এলাকাবাসীর সহায়তায় মনিরা খানমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে দীর্ঘ ১৫ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে ২০১১ সালে মনিরা খানম মারা যায়। এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে ৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুর ১২টায় আসামি মো. সাহাবুদ্দিন খানকে মৃত্যুদণ্ড ও তার ভাই সুমন খানকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। রায়ে অপর দুই আসামি আছিয়া বেগম ও ঝুমুর বেগমকে বেকসুর খালাস প্রদান করা হয়। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর