জামিন পেলেন হেলেনা জাহাঙ্গীর, মুক্তিতে বাধা নেই

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 07:46:57

রাজধানীর গুলশান থানায় দায়ের হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীর।

বুধবার (২৪ নভেম্বর) দুপুরে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুবকর ছিদ্দিকের আদালত ১০ হাজার টাকা মুচলেকায় এই জামিন মঞ্জুর করেন।

হেলেনা জাহাঙ্গীরের আইনজীবী এএইচএম শফিকুল ইসলাম মোল্লা (সোহাগ) জানান, এ মামলা নিয়ে তার বিরুদ্ধে দায়ের হওয়া চার মামলাতেই তিনি জামিন পেলেন। ফলে তার মুক্তিতে আর কোন বাধা রইলো না।

সম্প্রতি ফেসবুকে ‘বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ’ নামের একটি সংগঠনের সভাপতি, আইপি টিভি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ও জয়যাত্রা টেলিভিশনের কর্ণধার হিসেবে পরিচয় দিতেন হেলেনা। ঢাকা উত্তর সিটি করপোরেশনের সবশেষ নির্বাচনেও মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন তিনি।

গত ২৯ জুলাই রাতে রাজধানীর গুলশান-২ ‘জেনেটিক রিচমন্ড’-এ অভিযান চালিয়ে হেলেনা জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়। পরে পৃথক চার মামলায় তার ১৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

এ সম্পর্কিত আরও খবর