নটরডেম শিক্ষার্থীর মৃত্যু: চালক দুইদিনের রিমান্ডে

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-24 09:01:08

নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানকে গাড়িচাপা দিয়ে মৃত্যুর মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গাড়িচালক হারুন মিয়ার দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (২৭ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই আনিছুর রহমান আসামিকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেন।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলামের আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আসামিপক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করলে বিচারক তা নাকচ করে দেন।

গত ২৬ নভেম্বর রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে হারুন মিয়াকে গ্রেফতার করে র‌্যাব।

গত ২৪ নভেম্বর সকাল ১১টার দিকে গুলিস্তান বঙ্গবন্ধু স্কয়ারের দক্ষিণ পাশে নটরডেম কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী নাঈম হাসানকে চাপা দেয় দক্ষিণ সিটি করপোরেশনের একটি ট্রাক। ওই ট্রাকের ড্রাইভার হচ্ছেন হারুন। কিন্তু তিনি গাড়ি না চালিয়ে তখন গাড়িটি চালাচ্ছিলেন সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মী রাসেল খান।

এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা শাহ আলম দেওয়ান পল্টন থানায় মামলাটি দায়ের করেন।

এ সম্পর্কিত আরও খবর