নটরডেম শিক্ষার্থীর মৃত্যু: পরিচ্ছন্নতা কর্মীর স্বীকারোক্তি

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 06:41:13

নটরডেম কলেজের মেধাবী শিক্ষার্থী নাঈম হাসানকে গাড়িচাপা দেওয়ার কথা আদালতে স্বীকার করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মী রাসেল খান।

তিন দিনের রিমান্ড শেষে সোমবার (২৯ নভেম্বর) রাসেল খানকে আদালতে হাজির করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই আনিছুর রহমান।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমানের আদালতে রাসেল জবানবন্দি প্রদান করেন। জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

২৫ নভেম্বর রাসেলকে তিনদিনের রিমান্ডে নিয়েছিল পল্টন থানা পুলিশ।

এর আগে, ২৪ নভেম্বর সকাল ১১টার দিকে গুলিস্তান বঙ্গবন্ধু স্কয়ারের দক্ষিণ পাশে নটরডেম কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী নাঈম হাসানকে ধাক্কা দেয় দক্ষিণ সিটি করপোরেশনের একটি ময়লার ট্রাক। সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মী রাসেল খান সে সময় ওই গাড়ি চালাচ্ছিলেন।

এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা শাহ আলম দেওয়ান পল্টন থানায় মামলা দায়ের করেন।

এ সম্পর্কিত আরও খবর