দুর্নীতি মামলায় পুলিশ পরিদর্শকের স্ত্রীর কারাদণ্ড

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 22:03:48

জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন মামলায় অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মোস্তাফিজুর রহমানের স্ত্রী মাহমুদা খানম স্বপ্নাকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩০ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমানের আদালত আসামির উপস্থিততে এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।

সংশ্লিষ্ট আদালতের পেশকার শরীফুল ইসলাম এসব তথ্য সাংবাদিকদের জানান।

তিনি আরও জানান, রায়ে মাহমুদা খানম স্বপ্নাকে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬ (২) ধারায় এক বছর  বিনাশ্রম কারাদণ্ড এবং ২৭ (১) ধারায় তিন বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া তাকে ২১ লাখ ৫৪ হাজার ২৩৫ টাকা অর্থদণ্ড করা হয়েছে। অসাধু উপায়ে অর্জিত ২১ লাখ ৫৪ হাজার ২৩৫ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করারও নির্দেশ দেন আদালত।দুদকের উপপরিচালক আবুবকর সিদ্দিক ২০১৬ সালের ২৯ জুন রমনা থানায় মামলাটি দায়ের করেন।

২০১৭ সালের ৩১ জানুয়ারি মামলাটি তদন্ত করে কমিশনের উপসহকারী পরিচালক নাজিম উদ্দিন  আদালতে চার্জশিট দাখিল করেন।

এ সম্পর্কিত আরও খবর