মুরাদের ১৭টি অডিও-ভিডিও সরিয়েছে বিটিআরসি

, আইন-আদালত

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 00:15:28

সদ্য পদত্যাগকারী তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসানের বিতর্কিত ১৭টি অডিও-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়েছে বিটিআরসি।

বুধবার (০৮ ডিসেম্বর) আদালতকে এ তথ্য নিশ্চিত করে বিটিআরসির আইনজীবী ব্যারিস্টার খন্দকার রেজা-ই-রাকিব জানান, ১৫টি ফেসবুক থেকে ও ইউটিউব থেকে দুইটি অপসারণ করা হয়েছে।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের মৌখিক আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ ডা. মুরাদ হাসানের অশ্লীল অডিও-ভিডিও সরানোর নির্দেশ দিয়েছিলেন। তারই আলোকে এগুলো অপসারণ করা হয়।

সম্প্রতি মুরাদ হাসান বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদো জিয়া, তার ছেলে তারেক রহমান, নাতনি জায়মা রহমান সম্পর্কে অত্যন্ত অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন যা নারী বিদ্বেষী, বর্ণবাদী, বিকৃতরুচি সম্পন্ন ও যৌন হয়রানিমূলক। এছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও এই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রলীগের নারী নেত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে তোপের মুখে পড়েন। এর জেরে ডা. মো. মুরাদ হাসান মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন।

 

 

এ সম্পর্কিত আরও খবর