‘আবরারকে মেরে ফেলার ইচ্ছা ছিল না’

, আইন-আদালত

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 01:33:28

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ (২২) হত্যা মামলার ২০ আসামির মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

এ রায় প্রসঙ্গে বলতে গিয়ে আসামিপক্ষের আইনজীবী এমদাদুল হক বলেন, এ রায়ের বিরুদ্ধে আমরা আপিল করবো। আসামিদের কারও মধ্যে আবরারকে মেরে ফেলার ইচ্ছা ছিল না। আমরা সঠিক বিচারের জন্য আপিল করবো।

বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইবুনাল-১ এর বিচারক আবু জাফর কামরুজ্জামান আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। তারপর আসামিপক্ষের আইনজীবী এ মন্তব্য করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতের পাবলিক প্রসিকিউটর আবু আব্দুল্লাহ ভূইঞা বলেন, এ রায় যুগান্তকারী হয়ে থাকবে। এর মাধ্যমে স্কুল-কলেজে এমন বর্বরতা বন্ধ হবে বলে আশাকরি।

তিনি আরও বলেন, আদালত ৬০ জনের মধ্যে ৪৬ জনের সাক্ষ্য নিয়ে এ রায় ঘোষণা করেছেন। এতে ২০ জনের মৃত্যুদণ্ড এবং ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। যা পরবর্তী প্রজন্মের জন্য শিক্ষা হয়ে থাকবে। এ রায়ে আমরা সন্তুষ্ট প্রকাশ করছি, দ্রুত এ রায় কার্যকর হবে এটাই কামনা।

এ সম্পর্কিত আরও খবর