মির্জা আব্বাসের মামলা বাতিলের আবেদন খারিজ

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 14:44:08

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলা বাতিল চেয়ে হাইকোর্টে করা আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

রোববার (১১ নভেম্বর) বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে. এম. হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আসামিপক্ষে সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী শুনানি করেন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান ও রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

মির্জা আব্বাসের মামলাটি ঢাকার ষষ্ঠ বিশেষ জজ আদালতে বিচারাধীন আছে। ওই মামলার ২৩ তম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ চলছে।

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ১৬ আগস্ট রাজধানীর রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

৫ কোটি ৯৭ লাখ ১৩ হাজার ৩২৪ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং তিন কোটি ৩৩ লাখ ৪৮ হাজার ৫৮১ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ এ তার বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।

এ সম্পর্কিত আরও খবর