হাফিজ ইব্রাহিমের টিন আত্মসাতের মামলা চলবে

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 04:17:27

ত্রাণের ১০০ বান্ডেল ঢেউটিন আত্মসাতের অভিযোগে ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের বড়ভাই বিএনপি মনোনিত সাবেক সাংসদ হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে দায়ের করা মামলা চলবে।

রোববার (১১ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে. এম. হাফিজুল আলমের দ্বৈত বেঞ্চ এ রুল খারিজ ও মামলাটির স্থগিতাদেশ প্রত্যাহারের আদেশ দেন।

এ নিয়ে জারি করা রুলের উপর বৃহস্পতিবার শুনানি শেষে রোববার রায়ের জন্য দিন ধার্য করা হয়েছিল।

২০১৩ সালের ১ অক্টোবর মামলাটিতে হাফিজ ইব্রাহিমের অংশ কেন বাতিল করা হবে না এই মর্মে রুলনিশি জারি ও মামলার কার্যক্রম স্থগিতের আদেশ দিয়েছিলেন হাইকোর্ট।

দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মোঃ  খুরশিদ আলম খান, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ. কে. এম. আমিন উদ্দিন মানিক।  আসামি পক্ষে ছিলেন ব্যারিস্টার এ.এম. মাহবুব উদ্দিন খোকন।

আমিন উদ্দিন মানিক বার্তা২৪কে জানান, রুল খারিজ ও স্থগিতাদেশ প্রত্যাহারের ফলে তার বিরুদ্ধে করা মামলাটি চলতে আর বাধা নেই। 
২০০৭ সালের ১৩ জুন যৌথবাহিনী ভোলার বোরহানউদ্দিনে সাবেক সাংসদ হাফিজ ইব্রাহিমের নামে প্রতিষ্ঠিত মহাবিদ্যালয় থেকে আত্মসাৎ করা ৩০৯ পিস ছোটবড় ঢেউটিন উদ্ধার করে মামলা দায়ের করে।

২০০৯ সালের ১৮ জানুয়ারি দুদকের সহকারি পরিচালক রামমোহন নাথ তদন্ত শেষে হাফিজ ইব্রাহিমসহ চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছিলেন।

মামলাটি ভারপ্রাপ্ত বিভাগীয় স্পেশাল জজ বরিশালে বিচারাধীন আছে।

এ সম্পর্কিত আরও খবর