জামিন পেলেন ঢাবি অধ্যাপক তাজমেরী ইসলাম

, আইন-আদালত

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-21 05:11:27

রাজধানী উত্তরা পশ্চিম থানায় দায়ের করা নাশকতা মামলায় গ্রেফতার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক অধ্যাপক ড. তাজমেরী ইসলামের জামিন মঞ্জুর করেছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালত।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) ঢাকা মহানগর হাকিম মাহবুব আহমেদের আদালত শুনানি শেষে ১০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

সংশ্লিষ্ট থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা (জিআরও) মো. লিয়াকত আলী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, তাজমেরী ইসলামের জামিন আবেদন করেন অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধীতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আদেশ দেয়। আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা মো. লিয়াকত আলী এ তথ্য নিশ্চিত করেন।

নাশকতার অভিযোগে ২০১৮ সালের ২৩ সেপ্টেম্বর উত্তরা পশ্চিম থানায় করা মামলাটি করা হয়। মামলায় অধ্যাপক তাজমেরী এবং বিএনপি ও জামায়াতের ১৩৩ নেতা-কর্মীকে আসামি করা হয়। একই বছরের ২৬ নভেম্বর অধ্যাপক তাজমেরীকে এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত জামিন দেন হাইকোর্ট।

এ সম্পর্কিত আরও খবর