লক্ষ্মীপুরে হত্যা মামলায় বাবা-ছেলের যাবজ্জীবন

, আইন-আদালত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লক্ষ্মীপুর | 2023-08-21 06:03:45

লক্ষ্মীপুরের রায়পুরে ডাব পাড়াকে কেন্দ্র করে আবদুল মান্নান নামের এক ব্যক্তিকে পিটিয়ে ও গলা টিপে হত্যার ঘটনায় বাবা ও ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় তাদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- রায়পুর উপজেলার সোনাপুর গ্রামের দালাল বাড়ির ফিরোজ আলম (৫৭) ও তার ছেলে মো. জুয়েল (২৯)।

বুধবার (১৯ জানুয়ারি) দুপুরে ১২টার দিকে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন।

মামলার বাদী হলেন, নিহত আবদুল মান্নানের পিতা ইসমাইল জবি উল্যা।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গাছ থেকে ডাব পাড়াকে কেন্দ্র করে ২০১৫ সালের ২৮ জুলাই সকালে রায়পুর উপজেলার সোনাপুর গ্রামে দালাল বাড়িতে আবদুল মান্নানকে পিটিয়ে এবং গলাটিপে হত্যা করে দণ্ডপ্রাপ্তরা। এ ঘটনায় ওইদিন রায়পুর থানায় নিহতের পিতা ইসমাইল জবি উল্যা ঘটনার সঙ্গে জড়িত ফিরোজ আলম ও তার ছেলে জুয়েলকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ওই বছরের ২৫ ডিসেম্বর এ মামলায় চার্জশিট দাখিল করেন পুলিশ। দীর্ঘ শুনানি শেষে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত অভিযুক্ত দুই জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় প্রদান করেন।

রায়ে সন্তোষ প্রকাশ করেন মামলার বাদী ইসমাইল জবি উল্যা।

এ সম্পর্কিত আরও খবর