ডেসটিনির চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের ৩ বছরের কারাদণ্ড

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 04:11:20

সম্পদের হিসাববিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হোসেনকে তিন বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৪ নভেম্বর) ঢাকার ৬ষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মাহবুব রহমান এ রায় ঘোষণা করেন।

তিন বছর কারাদণ্ডের পাশাপাশি আসামিকে আরও ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

জ্ঞাত আয়বহির্ভূত ১৩ কোটি ১১ লাখ ৭১ হাজার ৫০৮ টাকার সম্পদ অর্জনের অভিযোগে এ মামলা দায়ের করে দুদক। ২০১৬ সালের ১৫ জুন তাকে সম্পদের হিসাব দাখিল করতে নোটিশ দেয় দুদক। সে সময় তিনি কারাগারে ছিলেন। ২০১৬ সালের ২০ জুন কারাগারে দুদকের নোটিশ পান মোহাম্মদ হোসেন।

এরপর তিনি আইনজীবীর মাধ্যমে হিসাব দাখিলের জন্য সময় চাইলেও পরে তার সম্পদের হিসাব কমিশনে দাখিল করেননি। পরবর্তীতে ২০১৬ সালের ৮ সেপ্টেম্বর  দুদকের সহকারী পরিচালক মো. সালাহউদ্দিন এ মামলা করেছিলেন।

এ সম্পর্কিত আরও খবর