ছোট ভাইকে হত্যায় বড় ভাইয়ের মৃত্যুদণ্ড

, আইন-আদালত

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা | 2023-08-29 23:19:49

গাইবান্ধায় ছোট ভাই শাওন হত্যা মামলায় বড় ভাই তানজির আহমেদের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গাইবান্ধা পলাশবাড়ীর ভগবানপুর গ্রামের সাবু মিয়ার ছেলে তানজির আহমেদ।

মামলার রাষ্ট্র পক্ষের আইনজীবী পিপি ফারুক আহম্মেদ প্রিন্স জানান, ছোট ভাই শাওনের স্ত্রীর সুন্দরী হওয়ায় তার প্রতি লোভে পড়ে যায় বড় ভাই তানজির। সে ছোট ভাইয়ের স্ত্রীকে পাওয়ার জন্য ২০২০ সালের ৬ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে ছোট ভাই শাওনকে জরুরি কথা বলবে বলে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে। পরে মরদেহ গুম করার উদ্দেশে বায়োগ্যাস প্লান্টে ফেলে রেখে যায়।

পরের দিন ৭ জানুয়ারি বড় ভাই বেনজীর আহমেদ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে পলাশবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, তানজির ছোট ভাই শাওনকে হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

এ সম্পর্কিত আরও খবর