হেলমেট পরা ৬ হামলাকারী ৫ দিনের রিমান্ডে

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 18:21:47

নয়াপল্টনে পুলিশের গাড়ি ভাংচুর ও পুলিশের ওপর হামলাকারী হেলমেট পরা ৬ জনকে ৫ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

মামলার তদন্ত কর্ককর্তা ডিবি পুলিশের পরিদর্শক কামরুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে নয়াপল্টনে পুলিশের গাড়ি ভাংচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোমবার (১৯ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬ জনকে আটক করে ডিবির পূর্ব বিভাগের একটি টিম।

গ্রেফতার হলেন- মো. এইচ কে হোসেন আলী রাজধানীর ১১ নং ওয়ার্ডের ছাত্রদলের সভাপতি প্রার্থী ও ভাংচুরের পর হেলমেট পড়ে পুলিশের গাড়ির ওপর লাফিয়ে উল্লাস করে। সোহাগ ভূইয়া শাহজানপুর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও মো.আব্বাস আলী কেন্দ্রীয় কমিটির সদস্য। তারা দু’জনই হামলার পর গায়ের জামা খোলে উল্লাস করে। এছাড়া মো. আশরাফুল ইসলাম রবিন সাধারণ সম্পাদক ঢাকা মহানগর উত্তর ছাত্রদল, জাকির হোসেন উজ্জ্বল যুগ্ম সম্পাদক জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাখা ও মাহাবুবুল আলম সহ-সভাপতি তিতুমীর কলেজের ছাত্রদল। তারা ৩ জনও হামলায় অংশগ্রহণ করে এবং উল্লাস করে।

এ সম্পর্কিত আরও খবর