ফরিদপুরে আইনি সহায়তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

, আইন-আদালত

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 01:29:05

ফরিদপুরে “উন্নয়নের অগ্রযাত্রায়, সরকারি আইনি সেবার প্রচার-প্রসারে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ভূমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ নভেম্বর) দুপুরে জেলা জুডিশিয়াল কনফারেন্স রুমে জেলা ও দায়রা জজ এবং জেলা আাইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান  মো. হেলালউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য দেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল হামিদ, জেলা লিগ্যাল এইড অফিসার নওরীন আক্তার কাঁকন, , ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা, জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির সদস্য সচিব মোহাম্মদ নাঈম ফিরোজ, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ইমতিয়াজ হাসান রুবেল, সাধারন সম্পাদক হাসানউজ্জামান ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক  আব্দুর রশীদ প্রমুখ।

কর্মশালায় বক্তারা বলেন, বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান বিষয়টি সরকারের একটি যুগান্তকারী সিদ্ধান্ত। এতে সারাদেশের হত দরিদ্র মানুষ আইনি সহায়তা পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।

তারা আরও বলেন, শুধু সচেতনতার অভাবে এ সুযোগ পাওয়া থেকে অনেকে বঞ্চিত হচ্ছেন। এ ক্ষেত্রে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

এ কর্মশালায় সংবাদকর্মী, আইনজীবী,পুলিশ, বিচারক বিভাগের কর্মকর্তা এবং আইনগত সহায়তা প্রদান কমিটির সদস্যরা অংশ নেন।

 

এ সম্পর্কিত আরও খবর