২২ গণমাধ্যমের ওয়েবসাইট নকলকারী রিমান্ডে

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 00:49:59

বিবিসিসহ ২২ গণমাধ্যমের ওয়েবসাইট নকলের অভিযোগে এনামুল হক নামে এক যুবকের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদলত।

রোববার (২৫ নভেম্বর) বিকালে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চায় জিআরপি থানা পুলিশ। এ সময় তার আইনজীবী কবিরুজ্জামান রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।

শুনানি শেষে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাজীব হাসান এ রিমান্ড মঞ্জুর করেন।

শনিবার সকালে রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব।

বিবিসি, প্রথম আলো, বাংলা ট্রিবিউন, সময় টেলিভিশনসহ ২২টি গণমাধ্যমের ওয়েবসাইট নকলের অভিযোগ আনা হয় এনামুলের বিরুদ্ধে। র্যার জানায়, এনামুল নকল ওয়েবসাইট তৈরি করে এতে ভুয়া ও বানোয়াট সংবাদ পরিবেশন করে পাঠকদের বিভ্রান্ত করতেন।

এনামুল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা শেষ করে বৃত্তি নিয়ে দক্ষিণ কোরিয়া যান। সেখানে কিওংপুক ন্যাশনাল ইউনিভার্সিটিতে (কেএনইউ) তিনি পিএইচডি করছেন।

এনামুলের বাড়ি পাবনায়। তার বাবার নাম ফজলুল হক। তিনি এক ছেলের বাবা।

এ সম্পর্কিত আরও খবর