রংপুরে কৃষক হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীবন

, আইন-আদালত

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-30 05:23:36

রংপুরের বদরগঞ্জে আশরাফুল ইসলাম নামে এক কৃষককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (১২ জুন) বিকেলে এ রায় ঘোষণা করেন রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক তারিক হোসেন। এ সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুরের বদরগঞ্জ উপজেলার সন্তোষপুর ডাড়ারপাড় গ্রামের রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম ও নুর আলম।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৬ সালের ৪ জুলাই বদরগঞ্জ উপজেলার সন্তোষপুর ডাড়ারপাড় গ্রামের শামসুর রহমানের ছেলে কৃষক আশরাফুল ইসলামকে পূর্ব শত্রুতার জেরে আসামিরা নৃশংসভাবে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় তার বাবা শামসুর রহমান বাদী হয়ে ৯ আসামির নাম উল্লেখ করে বদরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ৯ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

মামলায় ২১ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে তিন আসামি রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম ও নুর আলমকে দোষী সাব্যস্ত করে বিজ্ঞ বিচারক যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে রায় প্রদান করেন। বাকি ৬ আসামিকে বেকসুর খালাস প্রদান করেন আদালত।

মামলার বাদী রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বলে জানান সরকার পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী নয়নুর রহমান টফি।

অপরদিকে আসামি পক্ষের আইনজীবী আব্দুর রশীদ চৌধুরী জানান, ন্যায় বিচার না পাওয়ায় উচ্চ আদালতে আপিল করবেন তারা।

এ সম্পর্কিত আরও খবর