সহজকে ভোক্তা অধিকারের ২ লাখ টাকা জরিমানা হাইকোর্টে স্থগিত

, আইন-আদালত

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-30 04:44:13

বাংলাদেশ রেলওয়ের টিকিট অব্যস্থাপনার দায়ে সহজ ডট কমকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের দুই লাখ টাকা জরিমানার আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট।

রোববার (৩১ জুলাই) হাইকোর্টের বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবির লিটনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রনি সহজ ডট কমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে প্রমাণিত হয়েছে টিকিট বিক্রিতে সহজের অব্যবস্থাপনা রয়েছে। সহজ যাত্রী হয়রানি করে টিকিট না দিয়েই টাকা কেটে নিচ্ছে বলে জানান কর্মকর্তারা। তাই সহজকে দুই লাখ টাকা জরিমানা করেছিল ভোক্তা অধিকার। রেল অফিসারদেরও জবাবদিহিতার জন্য দ্রুতই ডাকা হবে বলে জানিয়েছিল প্রতিষ্ঠানটি।

এ সম্পর্কিত আরও খবর