জামিন নামঞ্জুর, নিপুণ-রুমাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 01:16:51

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংঘর্ষের ঘটনায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী ও ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক আরিফা সুলতানা রুমার জামিন নামঞ্জুর করেছেন আদালত।

একই সাথে তাদের রিমান্ডে নেওয়ার আবেদনও নামঞ্জুর করে আগামী ১০ দিনের মধ্যে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে। এ মামলায় পুলিশ তাদের ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলেন।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এ আদেশ দেন।

নিপুনের বাবা অ্যাডভোকট নিতাই রায় চৌধুরী ও অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া তাদের রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেছিলেন। এ সময় নিপুনের শ্বশুর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আদালতে উপস্থিত ছিলেন।

১৪ নভেম্বর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে পুলিশের অন্তত ২০ জন সদস্য আহত হওয়ার ঘটনার মামলায় তাদের গ্রেফতার করা  হয়। এ ঘটনায় ১৫ নভেম্বর পল্টনের নাইটিঙ্গেল মোড় থেকে নিপুণকে  গ্রেফতার করে পুলিশ।

এ সম্পর্কিত আরও খবর