অরিত্রীর আত্মহত্যার কারণ নির্ণয়ে কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪ | 2023-08-28 09:30:16

ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের শিক্ষার্থী অরিত্রী অধিকারীর আত্মহত্যার কারণ নির্ণয়ে অতিরিক্ত শিক্ষা সচিবের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

পাঁচ সদস্যের কমিটিতে অতিরিক্ত শিক্ষা সচিব ছাড়াও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিবের নিচে নয় এমন একজন প্রতিনিধি, একজন শিক্ষাবিদ, একজন মনোবিদ ও একজন আইনবিদকে রাখতে বলা হয়েছে।

এ ধরনের ঘটনা প্রতিরোধের উপায় নির্ণয় করে কমিটিকে একটি জাতীয় নীতিমালা প্রণয়নেরও নির্দেশ দেওয়া হয়েছে।

কমিটিকে এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

মঙ্গলবার সকালে চার আইনজীবী ব্যারিস্টার অনীক আর হক, জ্যোতির্ময় বড়ুয়া, আইনুন্নাহার সিদ্দিকা ও জেসমিন সুলতানা বিভিন্ন জাতীয় দৈনিকে ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রী অধিকারীর আত্মহত্যার ঘটনার খবর হাইকোর্টের নজরে আনেন।

এরপর দুপুরে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল হকের হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

এ সম্পর্কিত আরও খবর