রাজবাড়ীতে ভ্যানচালক হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

, আইন-আদালত

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী | 2023-08-30 04:02:36

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভ্যানচালাক বিল্লাল হোসেন (২৫) হত্যা মামলায় চার জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (৭ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রূহুল আমিন এ রায় দেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের আব্দুর রাজ্জাক, আব্দুর সালাম, মো. নুরুজ্জামান ও সাইফুজ্জামান রিপন। রিপন জেল হাজতে রয়েছেন। অন্য তিন আসামি পলাতক রয়েছে।

মামলাসূত্রে জানা যায়, ২০১৪ সালের ৯ ডিসেম্বর রাতে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ভ্যানচালক মো. বিল্লাল হোসেনকে হত্যা করা হয়। এরপর নিহতের ভাই মো.দাউদ হোসেন বাদী হয়ে বালিয়াকান্দি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন আদালত। তবে আসামিদের মধ্যে তিনজন পলাতক রয়েছে।

রাজবাড়ী আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) উজির আলী শেখ রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত এই রায় দিয়েছেন। এই রায়ে আমরা খুশি হয়েছি।

আসামি পক্ষের আইনজীবী বলেন, আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো।

এ সম্পর্কিত আরও খবর