জিএম কাদেরের নিষেধাজ্ঞা বহাল করল চেম্বার জজ আদালত

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-30 04:02:16

দলীয় কার্যক্রম পরিচালনায় জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদেরের প্রশ্নে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ স্থগিত করেছেন সুপ্রীম কোর্টের চেম্বার জজ আদালত। অর্থাৎ পার্টির চেয়ারম্যান পদের দায়িত্ব পালনের স্থগিতাদেশ বহাল থাকছে।।

বুধবার (৩০ নভেম্বর) বিকেলে আপিল বিভাগের বিচারপতি এম এনায়েতুর রহিম আদালত হাইকোর্টের স্থগিত আদেশ স্থগিত চেয়ে করা আপিল শুনানিতে এ রায় দেন।

আপিলকারী সিনিয়র আইনজীবী ব্যরিস্টার ফায়েজ আহমেদ রাজার নেতৃত্বে শুনানিতে অংশ নেন অ্যাড.মোহাম্মদ আলী, অ্যাড.অশোক কুমার ঘোষ ও অ্যাড.হেলাল উদ্দিন। রাষ্ট্রপক্ষে আদালতে উপস্থিত ছিলেন অতিরিক্ত এটর্নি জেনারেল অ্যাড. শেখ মোহাম্মদ মোরশেদ। জিএম কাদেরের পক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র আইনজীবী শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম।

এরআগে ২৯ নভেম্বর নিম্ন আদালতের আদেশের বিরুদ্ধে জিএম কাদেরের আনা রিভিশন আবেদনের শুনানি শেষে বিচারপতি শেখ আবদুল আউয়াল রুলসহ দলীয় কার্যক্রমে নিষেধাজ্ঞা স্থগিত আদেশ দেন।

গত ১৬ নভেম্বর বুধবার জাতীয় পার্টির সাবেক এমপি ও চেয়ারম্যানের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট জিয়াউল হক মৃধার করা মামলায় জাপা চেয়ারম্যানের রাজনৈতিক ও দলীয় কার্যক্রমের উপর দেয়া নিষেধাজ্ঞা বহাল রাখেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মাসুদুল হকের আদালত। এদিকে আজ বুধবার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে শুনানির নির্ধারিত দিন থাকলেও তা হাইকোর্টে স্থগিত আদেশ থাকায় শুনানি অনুষ্ঠিত হয়নি।

এ সম্পর্কিত আরও খবর