প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে হিরো আলম

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 16:12:00

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন বগুড়া ৪ আসন থেকে নির্বাচন করতে চাওয়া আলোচিত হিরো আলম।

রোববার (৯ ডিসেম্বর) হাইকোর্টে তার পক্ষে অ্যাডভোকেট কাওসার আলী রিট  দায়ের করেন।

১০ জনের স্বাক্ষরে গরমিল পাওয়ায় ২ ডিসেম্বর হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।

এরপর কমিশনে আপিল করলেও প্রার্থিতা ফিরে পাননি

৬ ডিসেম্বর নির্বাচন কমিশন হিরো আলমের মনোনয়ন অবৈধ ঘোষণা করে।  সেদিন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হিরো আলম বলেছিলেন, হিরোকে জিরো বানানো এত সহজ নয়, মাঠ ছাড়ছি না, উচ্চ আদালতে আপিল করবো।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির হয়ে বগুড়া-৪ আসনে নির্বাচনের ঘোষণা দিলেও জাতীয় পার্টি থেকে মনোনয়ন না পেয়ে হিরো আলম পরবর্তীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।

এ সম্পর্কিত আরও খবর