ইমরান এইচ সরকারের মনোনয়ন গ্রহণের নির্দেশ

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট , বার্তা২৪.কম | 2023-08-25 04:34:07

কুড়িগ্রাম-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের মনোনয়নপত্র গ্রহণ করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার (৯ ডিসেম্বর) এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

ইমরানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তানিয়া আমীর। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

নির্দিষ্ট সংখ্যক জনসমর্থনের তথ্য জমা না দেওয়ায় ইমরানের মনোনয়নপত্র বাতিল করে রিটার্নিং কর্মকর্তা।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত চ্যালেঞ্জ নির্বাচন কমিশনে আপিল করলে ৭ ডিসেম্বর রিটার্নিং অফিসারের সিদ্ধান্ত বহাল রেখেছিলেন নির্বাচন কমিশন (ইসি)।

এ সম্পর্কিত আরও খবর