খালেদার প্রার্থিতার প্রশ্নে হাইকোর্টের বিভক্ত আদেশ

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 01:38:10

একাদশ সংসদ নির্বাচনে ফেনী-১, বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রার্থিতা বাতিলের নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে বিভক্ত আদেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (১০ ডিসেম্বর) জে্যষ্ঠ বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ খালেদা জিয়ার মনোনয়ন বাতিলে নির্বাচন কমিশনের আদেশ স্থগিত করে রুল জারি করেন।

তবে বিচারপতি মো. ইকবাল কবির এ আদেশের সাথে দ্বিমত পোষণ করেন।

আদেশের পর খালেদার আইনজীবী কায়সার কামাল বলেন, বেঞ্চের প্রিজাইডিং জজ খালেদা জিয়াকে নির্বাচন করার সুযোগ দিতে নির্দেশ দেন। কিন্তু অপর বিচারপতি এর সাথে দ্বিমত প্রকাশ করেন। নিয়মানুসারে বিষয়টি নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতির কাছে পাঠানো হবে।

প্রার্থিতা ফেরতে করা আপিল শুনানির পর ৮ ডিসেম্বর সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তের ভিত্তিতে খালেদা ৩টি আসনের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন।

প্রার্থিতা বাতিল করা নির্বাচন কমিশনের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রোববার হাইকোর্টে রিট করেন খালেদা।

সোমবার শুনানি শেষে মঙ্গলবার এ বিষয়ে আদেশের জন্য দিন ধার্য করা হয়েছিল।

 

এ সম্পর্কিত আরও খবর